
যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই অবতরণ করতে বাধ্য হলো একটি বিমান। অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিমানবন্দরে হয়েছে এমন ঘটনা। তবে বিমানটিতে থাকা ৩ আরোহীর সবাই নিরাপদে রয়েছেন। কর্তৃপক্ষ জানায় সোমবার অবতরণের কিছু আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। বিচক্র্যাফট সুপার কিং এয়ারক্র্যাফট নামক বিমানটির ল্যান্ডিং গিয়ার আটকে যায়। ফলে চাকা ছাড়াই অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।