বৈরুত: লেবাননের রাজধানী বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির উড়োজাহাজ সংস্থা মিডল ইস্ট এয়ারলাইনস (এমইএ) বলেছে, ইসরায়েল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার জেরে বিমা-ঝুঁকি অনেক বেড়েছে। যার ফলে ফ্লাইট বাতিল-বিলম্বিত হচ্ছে।
ফ্লাইট বাতিল ও বিলম্বের জেরে বৈরুতের রফিক-হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
লুফথানসা গ্রুপ জানিয়েছে, তারা সোমবার (২৯ জুলাই) বৈরুতে থেকে ও বৈরুতে পৌঁছানোর পাঁচটি রুট সাময়িকভাবে স্থগিত করেছে। গ্রুপের তিন সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো ৩০ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী ১২ জন নিহতের পর থেকেই ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট সরকারকে হামলার মাধ্যমে হিজবুল্লাহকে জবাব দেওয়ার অনুমোদন দিয়েছে।
তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর এটাই দেশটির বিরুদ্ধে সবচেয়ে মারাত্নক হামলার ঘটনা।
বৈরুতের ফ্লাইট তথ্য বোর্ড ও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর মাধ্যমে জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সও রোববার রাতের দুইটি ফ্লাইট বাতিল করেছে।
ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, তুরস্কের বাজেট এয়ারলাইন্স সানএক্সপ্রেস, এজেট, গ্রীসের এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার ও মিইএ সোমবার বৈরুতে অবতরণ করার কথা ছিল এমন বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।
-B