বেইজিং: চীনের একটি বেসরকারি এয়ারলাইনস প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে এয়ারলাইনসটির নারী কেবিন ক্রুদের (বিমানবালা) হাই হিল পরতে হতো। কিন্তু সেই নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে তাঁরা হিল ছাড়া জুতা পরতে পারবেন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। প্রশংসিত হয়েছে নানা মহলে।
চীনের হুনান বেসরকারি এয়ারলাইনস এয়ার ট্রাভেল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম উই চ্যাটে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয় উড়োজাহাজ উড্ডয়নের সময় কেবিন ক্রুদের হাই হিল পরার নিয়ম বাতিল করা হয়েছে। নারী কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও পেশাগত জীবনে ভারসাম্য আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, কেবিন ক্রুদের হাই হিল পরা দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। তবে এই জুতার অতিরিক্ত ব্যবহারের কারণে ক্রুদের মধ্যে শারীরিক অস্বস্তি দেখা দেয়। এ ছাড়া বিশেষ সময়ে হিল ছাড়া জুতা স্থায়িত্ব ও নিরাপত্তা বাড়াতে সাহায্য করে। তাই হাই হিল বাতিলের সিদ্ধান্ত পেশাদার চাহিদা ও যাত্রীর নিরাপত্তা—উভয়ের প্রতি অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে।
স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নারী কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বোর্ডিংয়ের সময়, যাত্রীবাহী লিফট ও জেট ব্রিজ ব্যবহার করাসহ সব দায়িত্ব পালনের সময় হাই হিল নয়, সাধারণ জুতা পরার অনুমতি দেওয়া হয়েছে।
অনেক কেবিন ক্রু তাঁদের হাই হিল জুতার ছবি পোস্ট করেছেন। সেখানে দীর্ঘ সময় উড়োজাহাজে থাকার কারণে তাঁদের পায়ের পাতার চিহ্ন ফুটে উঠেছে।
লি ইয়ান নামের একজন নারী ১২ বছর ধরে কেবিন ক্রু হিসেবে কাজ করছেন। প্রায় এক যুগ পর গত শনিবার প্রথমবারের মতো হিল ছাড়া জুতা পরেন তিনি। ওই দিন হুনান প্রদেশ থেকে ইউনান প্রদেশে আসা-যাওয়ার সময় প্রায় পাঁচ ঘণ্টা উড়োজাহাজে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, চাকরিজীবনে প্রথমবারের মতো হিল ছাড়া জুতা পরলেন তিনি। এতে তাঁর যাত্রা ও দায়িত্ব পালন অনেক সহজ হয়েছে।