ঢাকাঃ মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়।
জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে শনি ও রবিবার (২৪-২৫ আগস্ট) দুইদিনের মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।
এ ছাড়া ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। রোববার একইস্থানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবাগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ সময় মোবাইল কনস্যুলার সেবা প্রদানে উপস্থিত ছিলেন কাউন্সেলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।