কুয়েত: কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা, জবাবদিহি বজায় রাখা তথা পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।
বাংলাদেশের জাতীয় মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ কথা বলেন।
পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় দূতাবাসের হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানী সবার জন্য উন্মুক্ত এবং যে কোন আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশ নিতে পারবেন। গণশুনানিতে রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
সৈয়দ তারেক হোসেন বলেন, দূতাবাসে অভিযোগ বক্স রাখা হবে। সেখানে প্রবাসীরা তাদের মতামত ও পরামর্শ অভিযোগ থাকে, সেই অনুযায়ী কনস্যুলার সেবার মান বৃদ্ধি করা হবে।
রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী সংবাদকর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।