জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আঞ্চলিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে করে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে প্রায় ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার দক্ষিণ-পশ্চিম জাপানের মিয়াজাকি বিমানবন্দরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে প্রায় সাত মিটার (২৩ ফুট) চওড়া একটি গর্তের সৃষ্টি হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সেই সময়ে কোন বিমানও কাছাকাছি ছিল না।
তবে বিস্ফোরণের পর মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতি আক্রমণ ঠেকানোর জন্য এটি পুঁতে রাখা হয়েছিল।
আজ বৃহস্পতিবার বিমানবন্দরটি পুনরায় চালু করার লক্ষ্যে পুলিশ এবং দমকলকর্মীরা বর্তমানে ঘটনাস্থল পরীক্ষা করছে বলে জানান প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। দ্বিতীয় কোন বিস্ফোরণের হুমকি নেই বলেও জানান তিনি।
জাপানের প্রতিরক্ষা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল জানিয়েছে, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ৫০০ পাউন্ড ওজনের মার্কিন বোমার বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আরো কারণ খতিয়ে দেখছেন তারা।
তবে দেশটির পরিবহন মন্ত্রী বলছেন, বোমাটি কখন ফেলা হয়েছিল তা নিশ্চিত করতে পারেননি তারা। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে এটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা ছিল।
কিউশু দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত, মিয়াজাকি বিমানবন্দরটি ১৯৪৩ সালে একটি সাম্রাজ্যিক জাপানি নৌবাহিনীর ঘাঁটি হিসাবে নির্মিত হয়েছিল।
বিবিসি বলছে, জাপানের বিভিন্ন স্থানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা পুঁতে রাখা আছে। রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ২০২৩ সালেই মোট ৪১ টন ওজনের ২ হাজার ৩৪৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে দেশটিতে।