আঙ্কারা : চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ৬ কোটি ৫১ লাখের বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে টার্কিশ এয়ারলাইনস, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।
তুরস্কের পতাকাবাহী কোম্পানিটি ২ কোটি ৩৯ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে নয় মাসে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
এছাড়া ১৫ লাখ টন কার্গো পরিবহন করেছে, বার্ষিক হিসাবে এ বিভাগে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ নাগাদ টার্কিশ এয়ারলাইনসের বহরে যুক্ত ছিল ৪৬৭টি উড়োজাহাজ।