ঘূর্ণি ঝড় দানার আশঙ্কা কাটিয়ে সকাল ৮ থেকে সচল হয়েছে কলকাতা বিমানবন্দর। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমান বন্দর থেকে প্রথম বিমান ইম্ফলের উদ্দেশ্যে উড়ে গিয়েছে ।
একই সময়ে স্বাভাবিক হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দরও। বৃহস্পতিবার কলকাতা বিমান বন্দর থেকে রাত ৮ টায় গুয়াহাটির উদ্দেশ্যে শেষ বিমান উড়েছিল। ঘূর্ণিঝড় দানার কারণে এই সময়ে মধ্যে প্রায় ৩০০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে নামতে অথবা উড়তে পারেনি। তবে নির্ধারিত সময়ে কিছুক্ষণ আগে বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয় , ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ।
প্রবল বৃষ্টিতে যাতে কলকাতা বিমানবন্দরের রানওয়ে ডুবে না যায় , জল নামানোর জন্য উচ্চ ক্ষমতার পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ।