বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টেকসই উন্নয়নে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বেবিচকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ২০২৪ ফোরাম’ নামের একটি সংগঠন।
বুধবার সংগঠনের পক্ষ থেকে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নেতৃবৃন্দ এই দাবিসহ মোট ৭টি দাবি তুলে ধরেন। অন্যান্য দাবি গুলো হল কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভিয়েশন ভাতা, ঝুকিভাতা, প্রোফিট ভাতা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য ভাতা অন্তভুর্ক্ত করে স্বতন্ত্র বেতন স্কেল চালু করণ।
ত্র“টিপুর্ণ ও বৈষম্যপুর্ণ প্রবিধানমালা ২০২১ সংস্কার করে প্রত্যেক বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে নতুন প্রবিধানমালা ২০২১ তৈরীর উদ্যোগ গ্রহণ করা। কর্তৃপক্ষের আবাসন ব্যবস্থাপনায় সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসস্থানের যৌক্তিক পরিমাপ নির্ধারণ করতে হবে। কর্তৃপক্ষের আওতাধীন সব স্কুল কলেজের বিভাগীয় ছাত্রছাত্রীদের জন্য অগ্রাধিকার প্রদানসহ বেতনভাতা হ্রাস করতে হবে।
কর্তৃপক্ষের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে নির্বাচন ভিত্তিক কেন্দ্রীয় ওয়েলফেয়ার কমিটি পুণ:গঠন করে অসহায় কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে বিভিন্ন আয় বর্ধক প্রকল্প হাতে নিতে হবে। বেবিচকের নিজস্ব হাসপাতাল স্থাপনে প্রকল্প গ্রহণ করতে হবে।