বিমানে বোমাতঙ্কের জেরে গত ২ সপ্তাহে ভারতীয় বিমান সংস্থাগুলোর প্রায় ৫০০টি বিমান চলাচল ব্যাহত হয়েছে।আর ধারাবাহিক ভাবে এই বোমাতঙ্কের জেরে সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।এর ফলে এবার বিমান বাতিল ঠেকাতে বিমানবন্দরগুলোতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিল্লি, কলকাতা, মুম্বইয়ের মতো বিমানবন্দরগুলোতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এরই মাঝে সামনে এল ভারতীয় বিমান সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ। বোমাতঙ্ক বা হুমকির জেরে এক একটি বিমানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে।
সত্যি বিমানে বোমা থাকলে যাতে তার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কম হয়, তার জন্যে হুমকি এলেই বিমানগুলো ‘ফুয়েল ডাম্প’ করে থাকে। এছাড়াও পথ ঘুরিয়ে জরুরি অবতরণ করতে হয়। যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়। এর জেরে এক একটি বিমানে কয়েক কোটির লোকসান হতে পারে সংস্থাগুলোর। দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্ক দেখা দেওয়ায় জরুরি কানাডার এক প্রত্যন্ত শহরে অবতরণ করতে হয়েছিল।
সেই ল্যান্ডিং হয়েছিল। সেখান থেকে পরে কানাডার বিমানবাহিনীর বিশেষ বিমানে যাত্রীদের শিকাগো আনা হয়।এই ঘটনায় যাত্রীদের থাকা, জ্বালানি খরচ এবং বাকি সব খরচ নিয়ে নাকি ১৫ থেকে ২০ কোটি রুপি অতিরিক্ত খরচ হয়েছিল এয়ার ইন্ডিয়ার।
এদিকে বোমাতঙ্কের জেরে বিমান বাতিল ঠেকাতে এবার বিমানবন্দরগুলোতে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী,গঠিত ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’তে সিআইএসএফ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা থাকবেন। এবার থেকে কোনও বোমাতঙ্কের হুমকি এলে সেই কমিটি তা খতিয়ে দেখবে।