বোয়িংয়ের দেয়া সর্বশেষ বেতনের প্রস্তাব গ্রহণের মাধ্যমে সাত সপ্তাহের ধর্মঘট প্রত্যাহার করলেন কর্মীরা। তাদের প্রতিনিধিত্বকারী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম) বলেছে, কর্মীরা কাজে ফিরতে শুরু করবেন।
নতুন চুক্তির অধীনে চার বছরে বোয়িং কর্মীদের বেতন ৩৮ শতাংশ বাড়বে। গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া ওই ধর্মঘটে ৩০ হাজারের বেশি কর্মী অংশগ্রহণ করেন। ফলে উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি সুরক্ষাসংক্রান্ত জটিলতার মাঝে নতুন বিপাকে পড়ে।
চুক্তিতে এককালীন ১২ হাজার ডলার বোনাস ও অবসরকালীন সুবিধা অন্তর্ভুক্ত থাকছে। খবর বিবিসি ও ছবি বোয়িংa