সংযুক্ত আরব আমিরাত : সম্পদশালীদের আগমন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত বিমানবন্দর অবকাঠামোর কারণে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রাইভেট জেটের চলাচল ক্রমে বাড়ছে।
মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশনের (মেবা) সাম্প্রতিক তথ্যানুসারে, এ বছর দুবাইয়ে বিজনেস জেট চলাচল ১৮ হাজার ছাড়িয়ে যাবে, যা গত বছর ছিল ১৬ হাজার ৬৫৭।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বেসরকারি উড়োজাহাজের বাজারে ইউএইর হিস্যা ছিল ৩০-৩৫ শতাংশ। চলতি বছর তা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে দাঁড়িয়েছে ৪০-৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এ বাজারে এয়ার ট্রাফিক, ফ্লাইট চলাচল ও নিবন্ধিত উড়োজাহাজের সংখ্যা ৭ শতাংশ বেড়েছে।
কভিড-পরবর্তী পুনরুদ্ধারে বিজনেস জেট খাত বেশ ভালো এগিয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান আলী আহমেদ আল নকবি।