‘ট্যুরিস্ট পুলিশের কাছে পর্যটকরা তাদের হতাশার কথা বলে’

টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান বলেছেন, দেশের বিভিন্ন পর্যটক স্পটে নানা সুযোগ সুবিধার অভাবসহ নানা কারণে হতাশ হন পর্যটকরা। বলার মতো কাউকে না পেয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে পর্যটকরা তাদের হতাশার কথাগুলো জানায়।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

মাইনুল হাসান বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে যখন ট্যুরিস্ট পুলিশ যাত্রা শুরু করে তখন এর জবনল ছিল মাত্র ৬০০ জন। বর্তমানে এই সংখ্যা প্রায় ১৪০০ জন। সরকারি হিসেবে বর্তমানে দেশে ট্যুরিস্ট স্পটের সংখ্যা ১৬০০ এর মতো। তবে ট্যুরিস্ট পুলিশ ৩২টি জেলার মোট ১৩০টি স্পটে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি কোনো বিদেশি পর্যটক বা পর্যটকদের গ্রুপ যদি বাংলাদেশে ঘোরাঘুরির জন্য এসে নিরাপত্তা চায় সেক্ষেত্রে তাদেরও সাপোর্ট দেওয়া হয়। আমরা চাই ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে দেশের পর্যটন ব্যবস্থাপনা আরও নিরাপদ হোক।

ট্যুরিস্ট পুলিশের কাজ করার চ্যালেঞ্জগুলোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট কক্সবাজার সমুদ্রসৈকত। অথচ এই সমুদ্রের পাশে পর্যাপ্ত টয়লেট নেই, গোসলের পর জামাকাপড় পরিবর্তনের জায়গা নেই, মোবাইল বা ব্যাগ রাখার নিরাপদ কোনো জায়গা নেই। তারপরও বিপুল সংখ্যক পর্যটক নিয়মিতই কক্সবাজার যাচ্ছে। তবে এসব বিষয়ে প্রায়ই পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের কাছে নিজেদের হতাশার কথা বলে থাকেন।

এসময় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা। তিনি জানান, নিরাপত্তা প্রদানের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ পর্যটক অধ্যুষিত এলাকায় প্যাট্রোলিং, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা, হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ প্রদান, গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটে হাই-রেজুলুশনের ক্যামেরা স্থাপন করে রিয়েল টাইম মনিটরিং করে। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও নির্বিঘ্ন করতে পাহাড়ি রাস্তায় চলাচলের উপযোগী গাড়ি ও সারভিলেন্স বা রেসকিউ ড্রোন কেনা প্রয়োজন।

তিনি আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ট্যুরিস্ট পুলিশের একটি বুথ করা হবে। সেই বুথ থেকে দেশে নেমেই বিদেশি পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি দেশে ঘোরাঘুরির সময় তাদের পুলিশি নিরাপত্তার প্রয়োজন হতে পারে। সেসব বিষয়েও পর্যটককে এই বুথ থেকে সহযোগিতা করা হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, খুলনা-বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহ জালাল, পুলিশ সুপার (লজিস্টিকস অ্যান্ড ডেভেলপমেন্ট) এস. এম. জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত ছিলেন।

তারা বলেন, ট্যুরিস্ট পুলিশকে নিরবিঘ্নভাবে কাজ করতে দিতে হলে কিছু আইনগত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা দূর করতে হবে, জনবল বৃদ্ধি করতে হবে। ইউনিটটি বর্তমানে তোপখানা রোডের একটি ভবনে তিনটি ফ্লোর ভাড়া নিয়ে সদরদপ্তর পরিচালনা করছে। এখনই ইউনিটটির জন্য ভূমি ও অবকাঠামো নির্মাণ দরকার।

এছাড়াও তারা ট্যুরিস্ট পুলিশের জন্য বিদেশে বিশেষায়িত আধুনিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

এসময় এটিজেএফবির পক্ষ থেকে সংগঠনের সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, যুগ্ম মো. শফিউল্লাহ সুমন, সাংগঠনিক সম্পাদক জুলহাস কবীর ও আদনান রহমান, কার্যনির্বাহী সদস্য মাসুদ রুমি, খালিদ আহসান, গোলাম মর্তুজা অন্তু এবং সাধারণ সদস্য সরোয়ার আলম উপস্থিত ছিলেন।

তানজিম আনোয়ার বলেন, সারা দেশের পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা প্রশংসা পাচ্ছে। তাদের কারণে মধ্যরাতেও পর্যটকরা সমুদ্র সৈকতে সময় কাটাতে পারছেন।

এসময় তিনি ট্যুরিস্ট পুলিশের বিস্তারিত কার্যক্রম নিয়ে এটিজেএফবির সঙ্গে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের কথা বলেন।

  • Related Posts

    এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

    আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ফ্লাইটের ভেতর ইউএসবি পোর্টে পাওয়ার ব্যাংক চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, ফ্লাইট চলাকালীন সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল ফোন…

    থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি মালয়েশিয়ার

    কুয়ালালামপুর : থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি করেছে মালয়েশিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েকদিন আগে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী শহর সুংগাই কোলকের জেলা অফিসের বাইরে ১০ জনের বেশি হামলাকারী অতর্কিত গুলি চালায়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

    • By admin
    • March 13, 2025
    • 7 views
    এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

    থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি মালয়েশিয়ার

    • By admin
    • March 13, 2025
    • 7 views
    থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি মালয়েশিয়ার

    রিয়াদ যাবে ৪৩৫ আসনের সর্ববৃহৎ এয়ারবাস, ভাড়া ৫৪ হাজার

    • By admin
    • March 12, 2025
    • 9 views
    রিয়াদ যাবে ৪৩৫ আসনের সর্ববৃহৎ এয়ারবাস, ভাড়া ৫৪ হাজার

    রমজানে যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ আয়োজন

    • By admin
    • March 12, 2025
    • 9 views
    রমজানে যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ আয়োজন

    থাই এয়ারওয়েজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

    • By admin
    • March 12, 2025
    • 8 views
    থাই এয়ারওয়েজে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

    উড়োজাহাজ চলাচলে রান্নার তেল ব্যবহার নিয়ে গবেষণা 

    • By admin
    • March 12, 2025
    • 8 views
    উড়োজাহাজ চলাচলে রান্নার তেল ব্যবহার নিয়ে গবেষণা