
আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) গোল্ড সদস্যপদ পেয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আওতাধীন সিভিল এভিয়েশন একাডেমি। এই সদস্যপদ সিভিল এভিয়েশন একাডেমির আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আইকাও গ্লোবাল ইমপ্লিমেনটেশন সাপোর্ট সিমপোজিয়াম-২০২৫ এ আইকাওয়ের সেক্রেটারি জেনারেল জুয়ান কার্লোস সালাজার এই গোল্ড মেম্বারশিপ ফলক হস্তান্তর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এই ফলক গ্রহণ করেন।
আইকাওয়ের গ্লোবাল এভিয়েশন ট্রেনিংয়ের প্রধান লরা কামাস্ত্রা, এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক তাও মা, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পরিচালক জন ভার্গাস এই গৌরবময় ফলক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির (জিসিএএ) এর উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
আইকাওয়ের সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে বলেন, খুব কম দেশই এত অল্প সময়ের মধ্যে সিলভার থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হতে পারে। বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমির এই অর্জন সম্ভব হয়েছে এর চেয়ারম্যানের অসামান্য দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকির ফলে। এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সিভিল এভিয়েশন একাডেমি এর সংশ্লিষ্ট সব সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন।