
রিয়াদে ৩টি ফ্লাইট পরিচালনাতেই এমিরেটসের উন্নত বোয়িং ৭৭৭
আগামী ৩০মার্চ এবং ৭মে রিয়াদে দ্বিতীয় ও তৃতীয় দৈনিক ফ্লাইট পরিচালনায় এমিরেটস তাদের উন্নততর রিফার্বিশড বোয়িং ৭৭৭ ব্যবহার করার পরিকল্পনা করেছে। ইতোপূর্বে গতবছরের অক্টোবর থেকে রিয়াদের একটি দৈনিক ফ্লাইট পরিচালনায় এজাতীয় উড়োজাহাজ ব্যবহৃত হয়ে আসছে।
রিয়াদ হবে মধ্যপ্রাচ্য/ জিসিসিতে প্রথম গন্তব্য যেখানে এমিরেটস শুধুমাত্র তাদের এই উন্নত বোয়িং ৭৭৭ পরিচালনা করছে।
রিফার্বিশড করা এমিরেটসের এই বোয়িংগুলোতে মোট চারটি কেবিন রাখা হয়েছেঃ স্যুইটবিশিষ্ট প্রথম শ্রেণী, উন্নততর বিজনেস ও ইকোনমি শ্রেণী এবং প্রিমিয়াম ইকোনমি। প্রতিটি শ্রেণীতেই যাত্রীদের সর্বোচ্চ আরামপ্রদতা নিশ্চিতের লক্ষ্যে আসনের বিন্যাস করা হয়েছে। আকর্ষণীয় ইন্টেরিয়রের সঙ্গে যুক্ত হয়েছে নতুন অনেক সেবা।
গত বছরের নভেম্বর থেকেই এমিরেটস প্রথম বিজনেস ও বিজনেস শ্রেণীর যাত্রীদের বিমানবন্দর থেকে আনা-নেয়ার জন্য সোফের চালিত লিমুজিন সেবা প্রদান করছে। এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা রিয়াদে এই সেবা অফার করে।
এমিরেটস বর্তমানে সৌদি আরবের ৪টি নগরীতে সপ্তাহে ৭২টি ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস ৩৮০।