ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স ১ আগস্ট থেকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে।
এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইট চালুর উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি বাংলাদেশের কোনো বেসরকারি বিমান সংস্থার জেদ্দা ও ঢাকার মধ্যে প্রথম সংযোগ স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তৃতায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোঃ ফারুক খান আশা প্রকাশ করেন যে ইউএস-বাংলা বাংলাদেশী অভিবাসী শ্রমিক এবং ওমরাহ তীর্থযাত্রীদের মানসম্পন্ন সেবা এবং সাশ্রয়ী মূল্যে সেবা দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং সিইও লুৎফর রহমানসহ ভ্রমণ শিল্পের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইউএস-বাংলা 436 আসনের এয়ারবাস 330-300 দিয়ে ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাইটটি ঢাকা বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে যায় এবং স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে জেদ্দায় পৌঁছায়। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে রাত ১১টায় ছেড়ে যায় এবং সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
রুটে একমুখী ভাড়া 53,189 টাকা এবং ফিরতি ভাড়া 90,718 টাকা।
তাছাড়া যাত্রীরা ঢাকা থেকে জেদ্দায় ৩০ কেজি এবং জেদ্দা থেকে ঢাকায় ৫০ কেজি পর্যন্ত বিনামূল্যের লাগেজ বহন করতে পারবেন।
বর্তমানে, ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস 330-300 এবং নয়টি বোয়িং 737-800 সহ মোট 24টি বিমান রয়েছে।
এই মুহূর্তে এয়ারলাইনটি জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই এবং কলকাতা, সমস্ত অভ্যন্তরীণ বিমানবন্দর ছাড়াও ফ্লাইট করে।