বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি তুলে দেন ছাত্ররা।
স্মারকলিপিতে সমন্বয়করা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ইমিগ্রেশনে অযথা হয়রানি ও সময় বিলম্বের কারণে তাদের ভ্রমণ অনেক বেশি কষ্টকর হয়। এ ছাড়া প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে খারাপ ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।
একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানো ও টিকিটের দাম কমানোরও দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে সকালে বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষ এবং রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যান। সে সময় বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা উপস্থাপন করেন তারা।