সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হঠাৎ পাকিস্তানে অবতরণ করেছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ১৬ মিনিটে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, ‘সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট) ছেড়ে আসা বিজি-১৩৬ ফ্লাইটটি সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু একজন নারী যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এটি ৫টা ১৬ মিনিটের দিকে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
ফ্লাইটটি বুধবার সকাল ৯টায় করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে জানিয়ে বিমানের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক বলেন, ‘এটি প্রায় ৪ ঘণ্টা দেরিতে দুপুর ১টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ক্রুদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।’