বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট গতকাল বৃহস্পতিবার ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় কিং আবদুল আজিজ বিমানবন্দরে হজ টার্মিনালে অবতরণ করে ফ্লাইটি। গতকাল সকালে এটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
পবিত্র হজ সামনে রেখে হজযাত্রীদের পদধ্বনিতে এখন মুখর ঢাকার আশকোনা হজক্যাম্প। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সেজন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের লাগেজ লোডিং-আনলোডিংসহ সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এই নির্দেশনা দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, খসরু চৌধুরী এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানসহ হাব ও আটাব প্রতিনিধিরা। অতিথিরা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন।
সৌদি আরব থেকে কামাল পারভেজ অভি জানান, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের স্বাগত জানান। সেখানে দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা ছাড়াও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ৮৫ হাজার ৫২৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হিসেবে ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। বিমানের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এবার সব হজ ফ্লাইট পরিচালিত হবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।