ঢাকাঃ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
শুক্রবার এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বর্তমান বেবিচক চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বিমান বাহিনী সদরদপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটির এয়ার অধিনায়ক ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুন বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব পান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। চেয়ারম্যান হওয়ার আগে তিনি বেবিচকের সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।