ভারতে মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আন্তর্জাতিক বিমানবন্দরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে প্লেনটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ৭টার সময় পাইলট জানান যে, প্লেনে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। প্লেনটি বিমানবন্দরে অবতরণ করার পরেই কোনো ঝুঁকি না নিয়ে সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৪ মিনিটে প্লেনে থাকা ১৩৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। যাত্রীরা নিরাপদে রয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই প্লেনে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি। কে বা কারা বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়নি।