প্যারিস: ছারপোকা ছোট্ট পোকা হলেও এর উপদ্রব কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে, তা সম্প্রতি টের পেয়েছে ফ্রান্স।
বিশেষ করে দেশটির রাজধানী প্যারিসের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠায় তা দমনে জরুরি অভিযান চালাতে বাধ্য হয় সরকার।
এরই মধ্যে সেখানে আয়োজিত হয় প্যারিস অলিম্পিক। ওই বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়া অ্যাথলেট, কর্মকর্তা ও অনুরাগীদের মাধ্যমে যাতে দেশে ছারপোকাসহ অন্য কীটপতঙ্গ প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে স্নাইফার কুকুর নিয়োগ করেছে দক্ষিণ কোরিয়া।