বেইজিং: যাত্রী ও কার্গো পরিবহনের চাহিদা বাড়ায় ২০৪৩ সালের মধ্যে চীনের বাণিজ্যিক উড়োজাহাজ বহর দ্বিগুণের বেশি হারে বিস্তৃত হবে।
মার্কিন বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আগামী দুই দশকের মধ্যে চীনে ৮ হাজার ৮৩০টি নতুন বাণিজ্যিক উড়োজাহাজ প্রয়োজন হবে, যা এ সময়ের মধ্যে বিশ্বব্যাপী উড়োজাহাজ সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ।
চলতি বছর বার্ষিক উড়োজাহাজ পরিবহনের চাহিদা ৫ দশমিক ২ শতাংশ হারে বাড়তে পারে, যা বৈশ্বিক গড়ের তুলনায় বেশি।