তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী একটি রুশ বিমানে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। গত রোববার (২৪ নভেম্বর) রহস্যময় আগুনে পুড়ে যাওয়া ওই রাশিয়ান বিমান থেকে যাত্রীদের প্রাণভয়ে নেমে যাওয়ার ভয়ঙ্কর ফুটেজ সামনে এসেছে। খবর তাসের।
আজিমুথ এয়ারলাইন্স পরিচালিত রাশিয়ার তৈরি সুখোই সুপারজেট ১০০ প্যাসেঞ্জার প্লেনটি ৮৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে সোচি থেকে আন্টালিয়ার উদ্দেশে রওয়ানা হচ্ছিল। হঠাৎ বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুর্কি বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। আন্টালিয়ার ডেপুটি গভর্নর সুয়াট সেয়িতোগ্লু নিশ্চিত করেছেন, বিমানটি অবতরণের সময় আগুন লেগেছিল তবে দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্ত হননি।
এদিকে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সোচি বিমানবন্দর থেকে আসা রুশ বিমানটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণকালে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তালিয়া বিমানবন্দরে অবতরণের পর বিমানের পাইলট দ্রুত জরুরি সেবায় কল করে।
এদিকে তুর্কি কর্তৃপক্ষ রাশিয়ার সুপারজেটের এ ঘটনার তদন্ত করছে। এ দুর্ঘটনার তদন্ত তুরস্কের পরিবহন ও পরিকাঠামো মন্ত্রণালয়ের পরিবহন নিরাপত্তা তদন্ত কেন্দ্র দ্বারা পরিচালিত হবে।
দেশটি একটি বিবৃতিতে বলেছে, আন্তঃরাজ্য বিমান চলাচল কমিটি অ্যানেক্সের ভিত্তিতে তদন্তে অংশ নিতে একজন অনুমোদিত প্রতিনিধি এবং উপদেষ্টা নিয়োগ করেছে, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল এবং রাশিয়ার বিমান চলাচল আইন সংক্রান্ত কনভেনশনে গৃহীত। তুর্কির পক্ষ থেকেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য দেওয়া হবে।